Search This Blog

Tuesday, November 4, 2014

Sri Nilanjan releases book on pasttime of Madhab



" স্বয়ং সম্পন্ন অবতারীয় শক্তি শ্রী শ্রী মাধবনীলাঞ্জনের স্বতন্ত্রধারার অভিনব প্রবহমান লীলাতত্ব -- যে লীলার মাধ্যমে বিশ্বের সমগ্র প্রকৃতি লালিত্যে স্নাত   প্রকৃতিস্থ হবে ''  --  এই গ্রন্থটি ২৩শে  অক্টোবর, ২০১৪, বৃহস্পতিবার  ' কল্পতরু জাগরণ সঙ্ঘ ' থেকে শ্রী শ্রী শ্যামাপূজার দিনে প্রকাশিত হয়

           স্বয়ংসম্পন্ন অবতারী শক্তি শ্রী শ্রী  মাধবনীলাঞ্জন বিশ্বমানবদেহের প্রতিটি তত্ব প্রকৃতির প্রতিভুরুপে একজন করে দেহধারী মানবকে নিয়ে এসেছেন তাঁর লীলায়  কোন যুগে অবতার লীলায় এরকম আমরা দেখতে পাই না এটাই অবতারী লীলার বৈশিষ্ট্য  এই অবতারী শক্তিই পারেন বিশ্ব চেতণায় মনুষ্যত্বের জাগরণ ঘটাতে  এই  লীলার মাধ্যমেই যে যে তত্বরুপী মানুষ প্রকৃতিস্থ হবে , সাম্যে আসবে , বিশ্বক্ষেত্রেও তার প্রতিফলন ঘটবে  পরমগুরু অবতারী মাধব বলেছেন  -  '' ) রইলাম গ্রন্থে  ) রইলাম মন্ত্রে  ) রইলাম নামে  আমি আর আমার গ্রন্থ  এক ,  আমার রচিত মন্ত্র  -  আমারই  স্বয়ং  প্রকাশ  আর  আমার  নামই  আমার  সর্বশক্তির  প্রকাশ ''  এই  গ্রন্থটি  অবতারীয়  প্রবহমান  লীলাতত্বের  একটি  উপাদেয়    সরস  কথামৃত    

No comments:

Post a Comment